খালিদ হাসান।।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড এর সদস্য ও পূর্ব চরবাটা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মরহুম সাইফুল ইসলাম ফরহাদ এর স্মৃতিচারণ ও মাগফিরাত কামনায় দোয়ার মাহফিলের আয়োজন করেছে ৭নং ওয়ার্ডের সাধারণ জনগন।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে মরহুম সাইফুল ইসলাম ফরহাদ এর ভোটার এলাকা রেনু মিয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচ খায়রুল আনম চৌধুরী সেলিম, সুবর্নচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী বাহার উদ্দিন খেলোন, চরজব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবুল বাশার ডিপটি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য ওমর ফারুক বিপ্লব, মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী আলমগীর হোসেন, রেনু বাজার জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন, চর মজিদ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাজউদ্দীন, রেনু বাজার সপ্রবি প্রধান শিক্ষক আবদুল হামিদ, উপজেলা যুবলীগের সাবেক সদস্য কামরুল হোসেন টুটুল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমজাদ হোসেন আরিফ প্রমুখ।
এ সময় বক্তারা, মরহুম এর প্রশংসনীয় কাজের স্মৃতিচারণ করেন। এসময় ভবিষ্যতে তাদের পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর ইউপি সদস্য সাইফুল ইসলাম ফরহাদ ঢাকার একটি হসপিটালে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।