কীভাবে বুঝবেন আপনার থাইরয়েড?

0
325

বর্তমান সময়ে থাইরয়েড হরমোনের সমস্যায় ভুগছেন অনেকে। এমনকি ছোটদেরও এই হরমোনজনিত সমস্যা হচ্ছে। শরীরের জন্য এ থাইরয়েড হরমোনের একটি নির্দিষ্ট মাত্রা আছে। নির্দিষ্ট মাত্রার থেকে কম বা বেশি হরমোন উৎপাদিত হলেই শরীরের ওপর বিরূপ প্রভাব পড়তে শুরু করে।

থাইরয়েড হরমোন কম উৎপন্ন হলে বলা হয় হাইপোথাইরয়েডিসম এবং বেশি উৎপন্ন হলে বলা হয় হাইপারথাইরয়েডিসম। থাইরয়েড হলে শরীরে কিছু পরিবর্তন দেখা যায়। আপনার শরীরে যদি এসব লক্ষণের কোনোটা দেখতে পান, তবে বুঝবেন থাইরয়েড সমস্যায় ভুগছেন। তাহলে জেনে নিই কী সেই লক্ষণগুলো-

১. হাইপারথাইরয়ডিজমের সমস্যা হলে গ্লান্ড বেশি মাত্রায় সক্রিয় হয়ে পড়ে।

২. থাইরয়েড গ্লান্ডের অতিরিক্ত কার্যকারিতার ফলে প্রচণ্ড গরম লাগে, হাত পা ঘেমে যায়।

৩. পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দেয়। খাওয়ার রুচি স্বাভাবিক বা বেড়ে যাওয়ার পরও ওজন কমে যেতে পারে।

৪. ঘন ঘন পায়খানা হওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।

৫. হাইপোথায়রয়ডিজমের সমস্যা হলে অবসাদগ্রস্ত লাগে।

৬. তাছাড়া ত্বক খসখসে হয়ে যায়, ক্ষুধা মন্দা শুরু হয়, চুল পড়ে যায়।

৭. ওজন বেড়ে যাওয়া, স্মৃতিশক্তি কমে যাওয়া, শীত শীত ভাব, কোষ্ঠকাঠিন্য, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, রক্তচাপ বাড়া, মাসিকের সমস্যা ইত্যাদি।

৮. আর একটি বড় সমস্যা হলো, বন্ধ্যত্ব সমস্যা হতে পারে। গর্ভধারণকালে গর্ভপাত হতে পারে। কনজেনিটাল হাইপোথাইরয়ডিজমে শিশুর মস্তিষ্কের বিকাশ হয় না।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here