চট্টগ্রামে ফিশারিঘাটে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

0
154

চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকার খালে পড়ে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ জুন) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই মরদেহ উদ্ধার করে। তবে আরেকজনের খোঁজ এখনও পাওয়া যায়নি।

জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ফিশারীঘাটের চাক্তাই খালের স্লুইসগেট এলাকায় ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালালেও সফল হয়নি। বুধবার সকাল থেকে আবার তাদের উদ্ধারে অভিযান শুরু করলে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই শিশুর পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, ওই দুই শিশু কর্কশিট নিয়ে খেলা করছিল পানিতে। হঠাৎ তারা পানিতে তলিয়ে যায়।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here