চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে দুপুরে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-নেদারল্যান্ডস

0
352

এবারের বিশ্বকাপে ইংল্যান্ড কোনো প্রতিরোধই তৈরি করতে পারেনি। আপাতত ৭ ম্যাচে এক জয় নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। আর নেদারল্যান্ডসও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। তবে দুই দলই এখন লড়ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করতে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বুধবার (৮ নভেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আড়াইটায়।

বিশ্বকাপের সেমিফাইনালের আশা ইতোমধ্যে শেষ জস বাটলারদের। একমাত্র বাংলাদেশের সঙ্গে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে তালিকায় সবশেষ অবস্থান বর্তমান চ্যাম্পিয়নদের। তবে এখনও বেঁচে আছে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আশা। তাই জয়ের জন্য সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে থ্রি লায়ন্স।

এদিকে বিশ্বকাপে দুই ম্যাচ জিতে এক ধাপ এগিয়ে নেদারল্যান্ডস। বাংলাদেশকে ৮৭ রানে হারিয়ে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে স্কট এডওয়ার্ডসের দল। তবে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে এগিয়ে থাকতে চাইবে কমলাবাহিনীরা। এমসিএ স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হওয়ায় বাড়তি সুবিধা পাবে ব্যাটাররা।

এখন পর্যন্ত দুই দলের ৬ বার দেখা হয়েছে। যেখানে সবকটি ম্যাচ জিতেছে ইংলিশরা। শেষবার তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে কোনোরকম পাত্তাই পায়নি ডাচরা। সেই সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড ৪৯৮ রানের রেকর্ড সংগ্রহ করেছিল। যা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান।

চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে এগিয়ে থাকতে দুই দলই সেরা একাদশ নিয়েই মাঠে নামবে। কিছুদিন আগেই বিশ্বকাপের পর ওয়ানডেকে বিদায় জানানো ইংলিশ পেসার ডেভিড উইলি চাইবেন তার ক্যারিয়ারের শেষটা রাঙ্গিয়ে যেতে।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ
ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), বাস ডি লিড, সাকিব জুলফিকর, লোগান ফান বিক, রোওলফ ফান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ফান মিকেরেন।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here