টেলিভিশনের ছোট পর্দায় আজ দেখবেন লা লিগা ও ইপিএলের বেশ কিছু বিগ ম্যাচ। লা লিগায় রাতে বার্সা মাঠে নামবে গেতাফের বিপক্ষে লড়তে। এদিকে ইপিলে রয়েছে আজ চেলসি-লিভারপুলের বিগ ম্যাচ। আর এলপিএলে জাফনার বিপক্ষে ম্যাচে দুপুরে মাঠে নামবে সাকিব-লিটনের গল।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
চলুন এক নজরে দেখে আসি টেলিভিশনের পর্দায় আজ দেখা যাবে যেসব খেলা।
ফুটবল
লা লিগা
সেল্তা ভিগো বনাম ওসাসুনা
রাত ৯টা, স্পোর্টস ১৮-১
ভিয়ারিয়াল বনাম বেতিস
রাত সাড়ে ১১টা, স্পোর্টস ১৮-১
গেতাফে বনাম বার্সেলোনা
রাত দেড়টা, স্পোর্টস ১৮-১
ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রেন্টফোর্ড বনাম টটেনহাম
বিকাল সাড়ে ৫টা, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-১
চেলসি বনাম লিভারপুল
রাত সাড়ে ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-১
ক্রিকেট
এলপিএল
জাফনা বনাম গল
বিকাল সাড়ে ৩টা, স্টার স্পোর্টস-৩
Facebook Comments Box