নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় পথচারী বৃদ্ধার মৃত্যু

0
303

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক ব্যাটারী চালিত অটোরিকসার ধাক্কায় পথচারী আবুল কালাম কালু (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে চরজব্বার থানার মোড়ের দক্ষিণে রব্বানিয়া ফাযিল মাদরাসার সামনে চরজব্বার- চেয়ারম্যানঘাট আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম কালু উপজেলার চরজুবিলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশের ভাষ্যমতে, দুপুর আড়াইটার দিকে চরজব্বার থানার মোড় থেকে চরজব্বার- চেয়ারম্যানঘাট আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে বাড়িতে যাওয়ার সময় ব্যাটারী চালিত অটোরিকসা বৃদ্ধা আবুল কালামকে পিছন থেকে ধাক্কা দিলে সড়কের ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেয়া হয়।। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যায়।
নোয়াখালী সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক মো.আনোয়ারুল আজিম বলেন, সড়ক দুর্ঘটনায় আবুল কালামের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। হাসপাতালের বেডে আনার পরে সে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here