মেঘনায় গভীর রাতে দুই লঞ্চের সংঘর্ষ, যাত্রী নিহত

0
259

মেঘনার হাইমচর এলাকায় মাঝরাতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

সোমবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে ঘন কুয়াশায় পড়ে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম মো. সোহেল। তার শ্বশুরবাড়ি ভোলার ইলিশায়। তিনি ঢাকায় চাকরি করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মরদেহ ঢাকার সদর ঘাটে রয়েছে।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মিজানুর রহমান জানান, তারা সোমবার রাত সাড়ে ১০টায় যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। রাত পৌনে ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চরফ্যাসনগামী টিপু-১৪ চাঁদপুরের হাইমচর এলাকায় ঘন কুয়াশার মধ্যে পথ হারিয়ে তাদের লঞ্চে আঘাত করে। এতে সুরভী লঞ্চের কেবিন অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। আঘাত পেয়ে মারা গেছেন সোহেল নামে এক যাত্রী।

এসময় ঘুমন্ত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্ষতিগ্রস্থ লঞ্চ ও সোহেলের মরদেহ সদর ঘাটে আছে বলে জানান তিনি।

টিপু-১৪ লঞ্চটি নির্দেশনা অমান্য করে তাদের লঞ্চে আঘাত করে জানিয়ে মিজান বলেন, এতে তাদের ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে জানতে টিপু-১৪ লঞ্চের ইনচার্জের মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here