দেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এ কে এম সাখাওয়াত মুন এ তথ্য জানিয়েছেন।
সাধারণত বছরের শুরুতে, বিভিন্ন উৎসব বা জাতীয় দিবসের আগে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেন। বুধবার (১৭ জুলাই) তার ভাষণের বিষয়বস্তু সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো ধারণা দেয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থা প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসতে পারে।
প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা যায়। আহত হয় কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে।