খালিদ হাসান।।
সুবর্ণচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি বর্তমান সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল চৌধুরীর শুভ জন্মদিন আজ। বিভিন্ন শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পরিচিতজনরা কামাল চৌধুরীর ব্যক্তিগত ফেইসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
পেশাগত কাজে দক্ষতা বৃদ্ধির জন্য কামাল চৌধুরী “এমএমসি’র” উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন ১৯৯৬ খ্রী.। লোক সংবাদ পত্রিকা থেকে শুরু করে দৈনিক জাতীয় নিশান, দৈনিক আজকালের খবর, দৈনিক ইনকিলাব পত্রিকায় দীর্ঘদিন কাজ করার পর বর্তমানে “দৈনিক আজকের পৃথিবী পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে সুনামের সহিত কাজ করছেন।
সুবর্ণচর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক খলিল বলেন, সাংবাদিকতার সূচনা লগ্ন থেকে তাকে অত্যন্ত কাছ থেকে দেখেছি। যার লেখনীর মাধ্যমে উঠে এসেছিল গ্রামের অসহায় নিপীড়িত নির্যাতিত অবহেলিত প্রান্তিক মানুষের দুর্দশার কথা। গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা তার লেখনীর মাধ্যমে ফুটে উঠে। তার অনুপ্রেরণা উৎসাহ-উদ্দীপনায় নিজেকে সাংবাদিকতার মত মহৎ পেশায় সোপেদিয়েছি। প্রচার বিমূখ এ প্রিয় মানুষটির জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ।
সুবর্ণচর উপজেলার চর মজিদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি ১৯৭৯ সনের এই দিনে জন্ম গ্রহণ করেন। তিনি তার সোনালী দিনগুলো সাংবাদিকতা ও সাংবাদিকদের কল্যাণে অকাতরে বিলিয়ে দিয়ে যাচ্ছেন। উল্লখ্য-তার পিতা নোয়াখালীর দক্ষিণাঞ্চলের বিশিষ্ট ব্যাবসায়ী সফি উল্লাহ ব্যাপারী এবং মাতা শামসুন্নাহার।