সিরিজ রক্ষার মিশনে মাঠে নামছে বাংলাদেশ

0
270

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হেরে বিপদে রয়েছে বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য এখন দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজ রক্ষা করা। সেই লক্ষ্য নিয়েই সিলেটে নামছে নাজমুল হোসেন শান্ত বাহিনী।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই।

ম্যাচের আগে অনুশীলন করেনি দুদলই। তবে ফিটনেস ট্রেনিং করেছে টাইগাররা। চান্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা পরিকল্পনা সাজিয়েছে ম্যাচ জয় নিয়ে। নিজেদের সেরাটা দিয়ে সিরিজ রক্ষার লড়াই এখন তাদের সামনে।

বিগত বেশ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হারেনি। সবশেষ নিউজিল্যান্ড সিরিজটি কেবল ১-১ ড্র করেছিল। তার আগে আফগানিস্তান, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারানোর সুখস্মৃতি রয়েছে টাইগারদের।

প্রথম ম্যাচটিতে তুমুল লড়াই করেছিল দুদল। শেষ পর্যন্ত বাংলাদেশ ৩ রানে হারলেও মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক ভক্তদের মন জয় করে নিয়েছিলেন। এবার দ্বিতীয় ম্যাচেও তাদের দিকে নজর থাকবে। সমর্থকেরা চাইছেন, এই ম্যাচটি শান্তরা জিতে সিরিজে টিকে থাকুক।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here