১০০ টাকার প্রাইজবন্ডের ড্র, পুরস্কার জিতলেন যারা

0
234

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৪তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র হয়।

এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০৫৯৭৯৫৪ নম্বর। দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা বিজয়ী হয়েছে ০৬৭০৪০৮ নম্বর। তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা করে জিতেছে দুটি নম্বর। সেগুলো হলো-০২৬৪৬৪২ ও ০৮১৩৪৮০। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা জয়ী নম্বর দুটি হলো ০১৯৭৯৮৫ ও ০৮৬৫৯৭৪।

এবার প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৭৮টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এ ‘ড্র’ পরিচালিত হয়।

সেগুলো হলো-কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গথ, গদ, গন, গফ, গব, গম, গল,গশ গষ, গপ, গস এবং গহ।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here