৪ টন সরকারি পাঠ্যবইসহ ট্রাক জব্দ

0
244

পটুয়াখালীর মহিপুরে ৪ টন সরকারি পাঠ্যবইসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা বইয়ের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে এসব বই জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। তিনি বলেন, ‘ওই মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক ঝিনাইদহ এলাকায় নিয়ে বিক্রির উদ্দেশ্যে রাতের আঁধারে ট্রাকে করে সরকারি বই নিয়ে যাচ্ছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। এ সময় ৪ টন সরকারি পাঠ্যবই জব্দ করি।’

৪ টন সরকারি বইয়ের ক্রেতা শওকত আলী বলেন, আমি মূলত পুরনো বই-খাতা কেজি হিসাবে ক্রয় বিক্রয়ের ব্যবসা করি। এখানকার প্রিন্সিপালের কাছ থেকে বইগুলো কেজি হিসেবেই কিনেছি। তবে এগুলো পাঠ্যবই কিনা সে বিষয়ে আমার জানা নেই। জানলে কিনতাম না।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন জানান, ট্রাকসহ বইগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ব্যাপারে প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিকের সঙ্গে কথা বলার জন্য বারবার মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here