৬৩ সাংবাদিক নিহত গাজায়

0
255

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৬৩ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ১৭ জন দায়িত্বপালনকালে নিহত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরএসএফের প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, দায়িত্বপালনকালে নিহত ১৭ সাংবাদিকের মধ্যে ১৩ জনই গত ৭ অক্টোবর ইসরাইলের নির্বিচার হামলা শুরুর পর অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন।

এছাড়া দায়িত্বপালনকালে নিহত ১৭ জন সাংবাদিকের মধ্যে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৩ জন গাজায়, তিনজন লেবাননে এবং ইসরাইলে একজন হামাসের হামলায় নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দায়িত্বপালনের সঙ্গে সম্পর্কিত নয়, এমন পরিস্থিতিতে প্রাণ হারানো সাংবাদিকদের সংখ্যা অন্তর্ভুক্ত করলে তা দাড়ায় ৬৩ জনে। তাদের মধ্যে ৫৬ জনই গাজায় নিহত হয়েছেন।

অন্যদিকে ২০২২ সালের ফ্রেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন ‍যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১১ জন সাংবাদিক নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ইসরাইলের ১২০০ মানুষ নিহত হন। আর আহত হন পাঁচ হাজারেরও বেশি। হামাসের হামলার জবাবে সেদিনই গাজা উপত্যকায় হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী।

দুই মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় ১৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়াও নিখোঁজ রয়েছেন আট হাজার ফিলিস্তিনি। আহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে বুধবার (১৩ ডিসেম্বর) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের সেনাবাহিনীর উদ্দেশে বলেছেন, ‘আন্তর্জাতিক চাপ গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে পারবে না।’

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here