সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

0
425

 

ইব্রাহিম খলিল শিমুলঃ নোয়াখালী সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত (ওসি) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুন) সন্ধ্যায় চরজব্বর থানা মিলনায়তনে এ মতবিনিময় সভায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস সাংবাদিকদের সাথে সামগ্রীক বিষয় নিয়ে আলোচনা করেন।

দেব প্রিয় দাস এ সময়, নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, ভূমিদস্যসহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

ভোরের কাগজের সুবর্ণচর প্রতিনিধি বাবু লিটন চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মো. আলী আক্কাস, দৈনিক দিনকাল সুবর্ণচর প্রতিনিধি মো. আবুল বাসার, মাইটিভির সুবর্ণচর প্রতিনিধি মো. আবদুল কাইয়ুম।

এছাড়া আরও বাংলা একাত্তরের নোয়াখালী প্রতিনিধি ইমাম উদ্দিন সুমন, আমার সংবাদের সুবর্ণচর প্রতিনিধি আরিফ সবুজ, মানব জমিনের সুবর্ণচর প্রতিনিধি মো. ছানা উল্যাহ, বাংলা বর্ণমালার সুবর্ণচর প্রতিনিধি মো. হানিফ মাহমুদ, আলোকিত বাংলাদেশের সুবর্ণচর প্রতিনিধি মো. ইউনূছ শিকদার, দৈনিক ইনফো বাংলার নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল শিমুল, সরেজমিন বার্তার নোয়াখালী প্রতিনিধি আবদুল আজিজ প্রমুখ।

পরে সাংবাদিকরা নবাগত ওসি’কে সুবর্ণচরের সামগ্রিক বিষয়ে তথ্য আদান-প্রদানের সহযোগীতা করার কথা জানান।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here