বাংলাদেশ স্কাউটসের ৫০তম বার্ষিক কাউন্সিলের সাধারণ সভা অনুষ্ঠিত

0
543

ডেস্ক নিউজ

বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কাউন্সিলের ৫০তম (সুবর্ণ জয়ন্তী) বার্ষিক সাধারণ সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুন) বিকালে ঢাকা আগারগাওঁ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও গ্লোবাল কমিশন অন বায়োডাইভারসিটিজের কমিশনার মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গভবন থেকে ভার্চুয়ালে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো. আব্দুল হামিদ খান।

এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর বাস্তবায়িত কার্যক্রমের উপর এক মনোজ্ঞ ভিডিও প্রদর্শন শেষে প্রধান অতিথির অনুমতিক্রমে বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ব্যাঘ্র ও রৌপ্য ইলিশ অ্যাওয়ার্ড দেয় প্রধান জাতিয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ‘রৌপ্য অ্যাওয়ার্ডে ভূষিত হন।

স্কাউটিং এর অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সনের ১৫ জন রৌপ্য ব্যাঘ্র ও ১৫ জন রৌপ্য ইলিশ অ্যাওয়ার্ড লাভ করেন।

এছাড়াও স্কাউটিং কার্যক্রম শিশু, কিশোর ও যুবদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে সর্বোচ্চ যোগ্যতা অর্জনকারী স্কাউট ও রোভার স্কাউটদের মাঝে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২০১৯ সনের ৮০৮ জন স্কাউট ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ ও ২০২০ সনে ১৪ জন রোভার স্কাউট ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিন তাঁর ভাষণে বলেন, শিশু, কিশোর ও যুবদের অপরাধমূলক কর্মকাণ্ড, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গীবাদের ছোবল থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের পাশাপাশি স্কাউটিং একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার।

তিনি আরো বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্কাউটিং কার্যক্রমই পারে ভবিষ্যৎ প্রজন্মকে প্রগতিশীল, সৃজনশীল ও উন্নয়নের পথে নিজেদের সম্পৃক্ত করে দেশকে জাতির পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলায় রূপান্তর করতে। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে আত্মনির্ভরশীল ও মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলতে সক্রিয় ভূমি পালনের জন্য স্কাউট আন্দোলনের সাথে সম্পৃক্ত সকলকে আহ্বান জানান।

স্বাধীন বাংলাদেশের ১৯৭২ সনে ৮-৯ এপ্রিল জাতীয় কাউন্সিলের প্রথম সভা ঢাকা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ স্কাউটস উদযাপন করছে পথচলার ৫০ বছর পূর্তি। এ সাধারণ সভায় সারা দেশ থেকে ২৯৪ জন কাউন্সিলর, আমন্ত্রণ অতিথি, অ্যাওয়ার্ডী ও অনুগামীসহ প্রায় ২০০০ হাজার জন উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। কাউন্সিলের ২য় পর্বে বাংলাদেশ স্কাউটস এর কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন, অডিট রিপোর্ট, বাজেট পর্যালোচনা, আয় ও ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়।

ছবি ও তথ্য:- ওমর আহমেদ

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here