প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি

0
272

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ১ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন চিত্র নায়িকা মাহিয়া মাহি। সোমবার (১১ ডিসেম্বর) আপিল শুনানির দ্বিতীয় দিনে তার প্রার্থিতা ফিরিয়ে দেন নির্বাচন কমিশন (ইসি)।

এ সময় মাহিয়া মাহি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, চাপ তো অবশ্যই আছে, কে চায় হারতে।

জানা গেছে, রাজশাহী-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। তবে গত ৩ ডিসেম্বর (রোববার) যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান গণমাধ্যমকে জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here