অনলাইন ডেস্ক।।
সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক সিরাজ ইবনে মোস্তফার পিতা মোহাম্মদ মোস্তফা সকাল আট’টার দিকে ইন্কাতেল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। উনার জানাজা চরক্লার্ক ২নং কলোনি সমাজের মসজিদে হবে। সোলামান বাজার যোহরের পর প্রথম জানাজা এবং আছরের পর ২নং কোলোনি সমাজে দ্বিতীয় জানাজা হবে ও দাফন হবে।
সুবর্ণচরের অসহায় দুঃস্থ মানুষের অতি আপনজন ‘সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনে’র প্রতিষ্ঠাতা সিরাজ ইবনে মোস্তফা‘র পিতা জনাব মোহাম্মদ মোস্তফা ইহকালীন সফর শেষ করেছেন। মরহুম মোহাম্মদ মোস্তফা’র জ্যেষ্ঠ সন্তান কবির সওদাগরও ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে সুপরিচিত। চরক্লার্ক ইউনিয়নের সোলাইমান বাজারে কবির সওদাগর ব্যবসা পরিচালনা করেন।
Facebook Comments Box