মহাকাশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বিরল দৃশ্য

0
156

বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো বিশ্ব। সোমবার (৮ এপ্রিল) মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার লাখ লাখ মানুষ সরাসরি এ মহাজাগতিক দৃশ্য দেখেছেন। বিরল এ দৃশ্যের লাইভ সম্প্রচার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইউটিউব চ্যানেল।

গত এক শতাব্দীতে প্রথমবারের মতো নিউইয়র্ক রাজ্যের পশ্চিম ও উত্তরাঞ্চলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে। প্রথম আংশিক সূর্যগ্রহণ দেখা যায় মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে, স্থানীয় সময় বেলা ১১টা ৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৭ মিনিটে)।

এর প্রায় এক ঘণ্টা পর মেক্সিকোর উপকূলীয় শহর মাজাটলান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। এ সময় দিনের বেলাতেও কিছুক্ষণের জন্য সেখানে আঁধার নেমে আসে।

পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণের ভিডিও নিজেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ (সরাসরি) সম্প্রচার করেছে নাসা। এছাড়া সূর্যগ্রহণের সময় নিরাপত্তার ওপর জোর দিয়ে নাসা এক্স (সাবেক টুইটা) অ্যাকাউন্টে একটি পোস্টে লেখে, ‘আমরা চাই আপনারা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেন। তবে আমরা এটা চাইনা যে, এটাই আপনাদের দেখা শেষ জিনিস হোক।’

নাসা মূলত কোনোরকম সুরক্ষা ছাড়া খালি চোখে সূর্যগ্রহণ না দেখার ওপর জোর দিয়েছিল।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here