রমজানে ‘নিয়ন্ত্রণে থাকবে’ পণ্যমূল্য, ভর্তুকি মূল্যে বিক্রি করবে টিসিবি

0
42

রমজান উপলক্ষে ছোলা, খেজুরসহ রাজধানীতে ৫টি ও সারাদেশে ৪টি পণ্য বিক্রি করবে টিসিবি। শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবির। এদিকে, অপর এক অনুষ্ঠানে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক জানিয়েছেন, রমজানে নিয়ন্ত্রণে থাকবে নিত্যপণ্যের দাম।

নিত্যপণ্যের উর্ধ্বমুখী বাজারে নাজেহাল ক্রেতা। সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণের পরও নিয়ন্ত্রণে আসছে না বাজার পরিস্থিতি। এ বাস্ততায় আসছে রমজানে বাজার স্বাভাবিক রাখতে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির আগাম প্রস্ততির কথা জানালো টিসিবি।

শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখপাত্র হুমায়ুন কবির জানান, রমজান উপলক্ষে সব প্রস্তুতি নেয়া হয়েছে। রমজানে পণ্যের কোনো সংকট হবে না।

তিনি বলেন, ‘তেল, ডাল, চিনির পাশাপাশি খেজুর ও ছোলা ঢাকা ও অন্য সিটি করপোরেশন এলাকায় দেয়া হবে। ছোলা ও খেজুরের জন্য এরইমধ্যে চুক্তি হয়ে গেছে। জানুয়ারির ভেতর পণ্য টিসিবির গুদামে চলে আসবে।

টিসিবির মুখপাত্র জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় প্রতিনিধিরা কিছু এলাকায় অনুপস্থিত থাকায় জেলা প্রশাসন অফিস ও সিটি করপোরেশনগুলোতে চিঠি দেয়া হয়েছে। যাতে পণ্য পেতে ক্রেতারা ভোগান্তিতে না পড়েন।

এদিকে, রাজধানীর এফডিসি মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক জানান রমজানে বাজার নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা।

বাজার নিয়ন্ত্রণে প্রান্তিক পর্যায়ের উৎপাদকদের সরাসরি পণ্য সরবরাহ ব্যবস্থায় সম্পৃক্ত করার কথাও জানান ভোক্তা-অধিকার মহাপরিচালক।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here