ইউএনওর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

0
269

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খন্দকারের সরকারি অফিশিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ইউএনও নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে দুর্বৃত্তরা তার অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন গণ্যমান্য লোকজনের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয়ে টাকা দাবি করে। কিন্তু যাদের কল করা হয়েছে তারা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বিষয়টি ইউএনওকে সঙ্গে সঙ্গে অবহিত করেন। এ ব্যাপারে ইউএনও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, ‘এ বিষয়ে ডায়েরি করা হলে কারা মোবাইল সিমটি ক্লোন করেছে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here