নেয়ামত উল্যাহ তারিফ।।
খরস্রোতা মেঘনা নদীর মোহনায় সবুজ-শ্যামল আঁচলে নজরকাড়া রূপসী নোয়াখালীর সুবর্ণচর উপজেলাধিন ৩নং চরক্লার্ক ইউনিয়নটির পল্লী গ্রামের ছেলে মেয়েদের মাঝে এতটাকাল “দক্ষিণ চরক্লার্ক কেরানি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়” এ জ্ঞানের আলোয় মশাল জ্বেলেছেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ। কবি পলক রহমান বিরচিত “শিক্ষকের স্বপ্ন” কবিতায় যথার্থ বলেছেন, “আমি শিক্ষক, আমি পেটে ধরিনি হয়ত জন্মও দিইনি কোন প্রিয় ছাত্র-ছাত্রিকে, তবু তাদেরকে শুধু শিক্ষা দান করা নয় মানুষ করতে, ভুলে গেছি দিন-রাত্রিকে।”
এমনি আন্তরিক, এমনি যত্নবান শিক্ষকদের মধ্যে অন্যতম অবসর জনিত কারণে সদ্য বিদায়ী ধনেশ্বর মজুমদার (উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক), মোহাম্মদ ইসমাইল ও অজিত বরণ মজুমদার। তাদের মতো গুণী শিক্ষকদের অবসর জনিত বিদায় দিতে মন না চাইলেও নিয়মের ব্যতিক্রম করা সম্ভব নয়। এই বাস্তব সত্য মেনে নিয়ে হৃদয় মর্মাহত হলেও তাদেরকে বিদায় সংবর্ধনা দিতে ভুলেন নাই প্রক্তন ছাত্র-ছাত্রীগণ। তারা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গনে ১২ জুলাই গৌরাঙ্গ কুমার মজুমদার (প্রধান শিক্ষক: দক্ষিণ চরক্লার্ক কেরানি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়) এর সভাপতিত্বে ও মোঃ নেছার আহমেদ (প্রাক্তন শিক্ষার্থী ও সুবর্ণচর উপজেলা যুবলীগের অন্যতম নেতা) এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থীত ছিলেন মোঃ আবু জাহের (উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার), বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন আলহাজ্ব মোঃ আবুল বাশার (ইউপি চেয়ারম্যান: ৩নং চরক্লার্ক), মোঃ হানিফ ক্যাশিয়ার (সভাপতিঃ ৩নং চরক্লার্ক ইউনিয়ন আওয়ামী লীগ), মোঃ নুর মাওলা (সভাপতি: বিদ্যালয় পরিচালনা কমিটি)।
এছাড়াও শিক্ষক নেতাদের মধ্যে উপস্থীত ছিলেন, মোঃ সাখাওয়াত উল্যাহ, নাসিম ফারুকী, আলী আক্কাস, বিকাশ কান্তি দেবনাথ ও অতুল চন্দ্র নাথ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ উল্যাহ (প্রাক্তন ছাত্র ও প্রতিষ্ঠানটির বর্তমান শিক্ষক), মোঃ ইদ্রিস আলম (প্রাক্তন ছাত্র)।
এছাড়াও অনেকের শ্রম, ঘাম, মেধা ও অর্থ চোখে পড়ার মতো ছিলো। তাদের মধ্যে কয়েকজনের নাম এ প্রতিবেদনে তুলে ধরা হলো: মোঃ ফজলুর করিম (সেনাবাহিনী), মোঃ সাহাব উদ্দিন (নৌবাহিনী), মোঃ কাওছার, আবদুল করিম, মোঃ রাশেদ, মোঃ সোহাগ, মোঃ বাবর, মোঃ রনি, মোঃ আবদুর রহমান, মোঃ জিল্লুর রহমান, মোঃ সৌরভ, মোঃ রিয়াদ, মোঃ মামুন, মোঃ সাইফুল, মোঃ বাসার, মোঃ রহমান (প্রবাসী), মোঃ ফারুক, মোঃ সেলিম উদ্দিন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ জাহেদ, মোঃ আলমগীর, মোঃ সোহাগ, মোঃ সাদ্দাম, মোঃ রুবেল (সেনাবাহিনী), মোঃ সোরাব, মোঃ আলা উদ্দিন, মোঃ জামাল মোঃ আলী, মোঃ ইসমাইল প্রমূখ।
উল্লেখ্য সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী তিনজন গুণী শিক্ষককে বিদ্যালয়ের প্রক্তন শিক্ষার্থীদের ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল বাশার এর যৌথ উদ্যোগে ক্রেস্ট, মানপত্র ও পোশাক প্রদানসহ উপহার স্বরূপ নগদ অর্থ প্রদান করা হয়।
বক্তাগণ বিদায়ী তিনজন গুণী শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে তাদের হৃদয়ের আবেগ কণ্ঠে করুণ সুর পায় এবং উপস্থীতিদের দু’নয়ন নোনা জলে সিক্ত হয় আবার বুকের ভিতরের হৃদয়খানি হয় ক্ষত বিক্ষত। এবং তারা বিদায়ী তিনজন গুণী শিক্ষকের সুন্দর আগামীর প্রত্যাশা করেন।