প্রতি মাসে সমন্বয় হবে তেলের দাম, মার্চে শুরু

0
308

গ্যাস ও বিদ্যুতের পর জ্বালানি তেলের মূল্যও সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মার্চ থেকে প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা বিদ্যুতে জ্বালানির দাম সমন্বয় করেছি। বিদ্যুৎ কেন্দ্রগুলো যে দামে গ্যাস নিতো, সেখানে আমরা ৭০ পয়সার মতো সমন্বয় করেছি। তেলের দামও ডায়নামিক প্রাইসে নির্ধারণ করা হয়েছে।’

শিগগিরই তেলের দাম সমন্বয় নিয়ে প্রজ্ঞাপন আসছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, `কয়লা, তেল ও গ্যাসসহ জ্বালানি আমরা যে দামে কিনতাম, সেখানে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। গত বছরে মারাত্মকভাবে এই পরিবর্তন এসেছে। যে কারণে ডলারের সঙ্গে জ্বালানির দাম সমন্বয় করার চিন্তাভাবনা করছিলাম। জ্বালানির বিষয়ে একটি ডায়নামিক প্রাইসের দিকে যাচ্ছি। এই কার্যক্রম ১ মার্চ থেকে শুরু হবে। কাল-পরশুর মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।’

তিনি আরও বলেন, ‘ডায়নামিক প্রাইস বলতে, বিশ্বে যদি জ্বালানির দাম বাড়ে, তাহলে আমাদের দেশেও সেটি সঙ্গে সঙ্গে সমন্বয় করে বাড়বে। বিশ্বে যদি কমে, আমাদের দেশেও কমবে। এটি প্রতিমাসের প্রথম সপ্তাহে করা হবে। আমাদের পাশের দেশ এটি প্রতিদিন করে। যেমন, কলকাতার কথা যদি বলি, সেখানে এক লিটার ডিজেলের দাম ১৩৩ টাকা। আমাদের দেশে ডিজেলের দাম ১০৯ টাকা।’

গ্যাসের দাম নিয়ে নসরুল হামিদ বলেন, এভাবে গ্যাসের দামও আমাদের ডলারের সঙ্গে সমন্বয় করতে হচ্ছে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here