বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সম্ভাব্য একাদশ

0
264

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটের হার দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হয়েছে বাংলাদেশের। প্রতিযোগিতার সুপার ফোরের টিকিট পেতে হলে আফগানিস্তানকে হারাতেই হবে সাকিবদের। আর এই সুযোগে টাইগারদের আরও চেপে ধরতে চায় আফগানরা।

রোববার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রশিদ-নবীদের হারাতে পারলেই এশিয়া কাপের স্বপ্ন বেঁচে থাকবে সাকিব আল হাসানের দলের।

ইনজুরির কারণে এশিয়া কাপ মিস করেছেন বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল ও পেসার এবাদত হোসেন। এ ছাড়া শেষ সময়ে এসে জ্বরের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ওপেনার লিটন কুমার দাস। ফলে খর্বশক্তির দল নিয়েই এশিয়া কাপে এসেছে বাংলাদেশ। অন্যদিকে আফগান স্কোয়াডে ইনজুরির কোনো সমস্যা নেই। ইনজুরি থেকে সেরে উঠেছেন মিডলঅর্ডার ব্যাটার নাজিবুল্লাহ জাদরান।

বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছে, একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। তবে ম্যাচের আগে পিচ দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে তানজিদ তামিম ও নাঈম শেখের ওপরই ভরসা হাথুরুর।

গত সপ্তাহেই পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে আফগানিস্তান। তবে সবশেষ বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে রশিদরা। দলটির হার্ডহিটার ব্যাটার ওপেনার রহমানউল্লাহ গুরবাজ দুর্দান্ত ফর্মে আছেন। সবশেষ পাকিস্তান সিরিজে ১৫২ রানের অনবদ্য ইনিংস খেলেন। এ ছাড়াও ইব্রাহিম জাদরান ও রহমত শাহ, মোহাম্মদ নবীরা দারুণ ছন্দে রয়েছেন। এমনকি ইনজুরি থেকে ফিরে এসেছেন মিডলঅর্ডারের বাঁহাতি ব্যাটার নাজিবুল্লাহ জাদরান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দারুণ ফর্মে আছেন রশিদ খান, মুজিব-উর-রহমান, ফজল হক ফারুকি ও নবীরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেপকিপার), মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

আফগানিস্তান সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব-উর-রেহমান ও ফজল হক ফারুকি।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here