মালয়েশিয়াকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

0
117

সেমিফাইনালে জায়গা করে নিতে বাংলাদেশের দরকার ছিল বড় ব্যবধানের জয়। মালয়েশিয়ার বিপক্ষে লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশের মেয়েরা। ব্যাটিং তাণ্ডবের পর বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে টাইগ্রেস বোলাররা। তাতে মালয়েশিয়াকে উড়িয়ে এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

বুধবার (২৪ জুলাই) ডাম্বুলায় মালয়েশিয়াকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এদিন টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। এটি এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করতে পারে মালয়েশিয়ার মেয়েরা।

এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। সেমিফাইনালে টাইগ্রেসদের প্রতিপক্ষ ভারত।

বাংলাদেশের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় মালয়েশিয়া। ইনিংসের দ্বিতীয় বলেই আইন্না হামিজাহকে ভেড়ান জাহানারা আলম। রানের খাতা খুলতে ব্যর্থ হন হামিজাহ। পাওয়ার প্লেতে বেশ ধীর গতিতে ব্যাট করছিল মালয়েশিয়া। তাতেও অবশ্য উইকেট বাঁচাতে পারেনি তারা। ষষ্ঠ ওভারে এলসা হান্টারকে ফেরান নাহিদা আক্তার। ২৩ বলে ২০ রান করেন হান্টার। এটিই মালয়েশিয়ার পক্ষে সর্বোচ্চ স্কোর।

১১তম ওভারে আঘাত হানেন রিতু মনি। ২৫ বলে ১১ রান করা ওয়ান জুলিয়াকে ফেরান তিনি। পরের ওভারে নাহিদা শিকার করেন উইনিফ্রেড দুরাইসিংঘামকে (৮)।

বল ও রানের ব্যবধান ঘুচানো তো দূরের কথা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। দলীয় ৫৫ রানে আইনা নাজওয়া, ৫৬ রানে আইসা এলেসাকে হারায় তারা।

১৯ ও ২০তম ওভারে হারায় যথাক্রমে মাহিরা ইজ্জাতি ও সুবাইকা মানিভান্নানকে। মাহিরাহ ইজ্জাতি ১৫ রান করেন।

বাংলাদেশের পক্ষে নাহিদা ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। রুমানা বাদে এদিন বাংলাদেশের সকল বোলারই উইকেট পেয়েছেন।

এর আগে ব্যাট করতে নেমে মুরশিদা খাতুনের ৫৯ বলে ৮০ ও অধিনায়ক জ্যোতির ৩৭ বলে ৬২ রানের ইনিংসে ভর করে ১৯১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে ২০ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন দিলারা আক্তার।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here