সুবর্ণচরে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেল ১৩৮টি পরিবার

0
699

ইব্রাহিম খলিল শিমুল।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুজিববর্ষ ঘোষণা করে সরকার।

মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে চলমান কর্মসূচির তৃতীয় পর্যায়ে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬ হাজার ২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিক ভাবে সারাদেশের ন্যায় সুবর্ণচর উপজেলাও ১৩৮ টি ঘর বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন শেষে উপকারভোগীদের হাতে জমির দলিলসহ অন্যান্য কাগজপত্র তোলে দেয় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. নূর নবী, বন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন।

এছাড়া আরও সরকরি দপ্তরের সকল কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ঈমামসহ সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সুবর্ণচর উপজেলা প্রশাসন কার্যালয়ের (পিআইও) শাখার তথ্য অনুযায়ী আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় মোট ঘর বরাদ্ধ হয় ৫২৭ টি। এরমধ্যে প্রথম ধাপে উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয় ১৫১টি ঘর। দ্বিতীয় ধাপে ১৩৮ টি। এবং বৃহস্পতিবার ২১ জুলাই সারাদেশের ন্যায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিক ভাবে সুবর্ণচরেও ১৩৮ টি ঘর প্রধানমন্ত্রী উদ্বোধনের মাধ্যমে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করেন।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here