বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা, অধিনায়ক মাহফুজুর

0
138

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী দলের খেলোয়াড়দের নিয়েই দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। মাহফুজুর রহমানকে নেতৃত্বে রেখেই আজ সোমবার ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপ দলে মাহফুজুরের সহকারী আহরার আমিন। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করেছেন নির্বাচক হান্নান সরকার।

এশিয়া কাপ জেতা এ দলটা বাংলাদেশকে আরও একবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা এনে দেবে, এমন আশার কথাই শোনালেন হান্নান। তাঁর কথা, ‘আমরা ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম। ২০২২-এ সেটা ধরে রাখতে পারিনি। সেটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করব। চ্যাম্পিয়ন তো বলেকয়ে হওয়া যায় না। তবে আমাদের লক্ষ্য সব সময়ই থাকে চ্যাম্পিয়ন হওয়া, বিশেষ করে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে। আমাদের অন্য দলও বড় দল হিসেবে চিন্তা করে। আমরাও চিন্তা করছি ট্রফিটা আবার ফিরিয়ে আনার।’

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রাথমিকভাবে হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। বিসিবি দলটাকে দুই বছর ধরে তৈরি করেছে শ্রীলঙ্কার কন্ডিশনের কথা মাথায় রেখেই। কিন্তু আইসিসির নিষেধাজ্ঞায় থাকা শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। তবে বিসিবি তাদের পরিকল্পনা খুব একটা বদলায়নি।

হান্নানের যুক্তি, ‘আমরা শ্রীলঙ্কা ধরেই এগোচ্ছিলাম। শেষ মুহূর্তে তেমন কোনো পরিবর্তন করিনি। আমাদের দলে অনেক অলরাউন্ডার আছে। আমাদের অধিনায়ক, সঙ্গে জীবন (শেখ পারভেজ) ভালো অলরাউন্ডার। আরিফুল ভালো বোলিং করে। আমাদের পেস বোলিং অলরাউন্ডারও আছে, রিজওয়ান। সবকিছু মিলিয়ে আমাদের অলরাউন্ডারের সংখ্যাটা বেশ ভালো।’

দলের কোচ স্টুয়ার্ট ল অবশ্য খেলোয়াড়দের ক্রিকেটীয় দক্ষতার চেয়ে মানসিকতার দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এশিয়া কাপ জয়ের পর দলের প্রতি তাঁর বার্তা ছিল এমন, ‘আমি এশিয়া কাপ জেতার পর ওদের বলেছি ভালোমতো উদ্‌যাপন করতে। কারণ, এটা বাংলাদেশের জন্য বড় অর্জন। তবে ওরা যখন দেশে ফিরবে, তখন আবার এটা অতীত হয়ে যাবে।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাহফুজুর রহমান (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব, পারভেজ জীবন, মোহাম্মদ রাফিউজ্জামান, রোহানাত দৌল্লাহ, ইকবাল হোসেন, ওয়াসি সিদ্দিকি ও মারুফ মৃধা। স্ট্যান্ডবাই: নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও একান্ত শেখ।

বিশ্বকাপ যখন দুয়ারে, এই অস্ট্রেলীয় কোচের কাছে এখন তা অতীত অর্জনের চেয়ে বেশি কিছু নয়, ‘আমাদের এখন যা হয়ে গেছে, তা নিয়ে ভাবা যাবে না। ভাবতে হবে যা সামনে আছে। আমরা যে প্রক্রিয়ায় কাজ করে ভালো করেছি, সেদিকে আবার মনোযোগ দিতে হবে। যদি তা করি, তাহলে আমরা ভালো খেলব।’

এশিয়া কাপ জয়ের রোমাঞ্চ থেকে বেরিয়ে আসার বার্তা আছে অধিনায়ক মাহফুজুরের কথায়ও, ‘আশা তো অবশ্যই বেড়ে গিয়েছে। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। মানসিকভাবে আমাদের এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছে। আমাদের এখন বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। আমরা যদি ওই জিনিসটাকে (যুব এশিয়া জেতা) ধরে রাখি, আমার মনে হয় সেটা ঠিক হবে না। আমাদের এখন বিশ্বকাপ নিয়ে ভাবা উচিত।’

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here