চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আজ যে একাদশ নিয়ে নামবে পাকিস্তান

0
185

২৩৮ রানের বিশাল জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করে স্বাগতিক পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দেয়া বাবর আজমরা আজ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের।

এশিয়া কাপের বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে শনিবার (২ সেপ্টেম্বর) চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। নেপালের মতো ভারতের বিপক্ষেও মাঠে নামার আগেই নিজেদের একাদশ প্রকাশ করেছে এশিয়া কাপের আয়োজকরা।

চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াইটা হবে মূলত ভারতের ব্যাটার আর পাকিস্তানের বোলারদের মধ্যে। ভারতের ব্যাটিং লাইনআপে রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিলের মতো তারকা ব্যাটার। অন্যদিকে, পাকিস্তানের পেস বোলিং লাইনআপে আছে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফের মতো বিশ্বমানের পেসার।

আবহাওয়া তথ্য বলছে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই বৃষ্টির সম্ভাবনাও বাড়বে। বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৮৫ শতাংশ। এরপর রাত ৮টা থেকে ১১ টা পর্যন্তও রয়েছে বৃষ্টির শঙ্কা। অর্থাৎ, ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই প্রবল।

এদিকে, হাইভোল্টেজ এই ম্যাচকে সামনে রেখে শুক্রবার (১ সেপ্টেম্বর) নিজেদের একাদশ প্রকাশ করে পাকিস্তান। একাদশে পেসার হিসেবে রয়েছে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, মোহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here