আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সবশেষ র্যাংকিং হালনাগাদে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ১৮৯তম অবস্থানে উঠে এসেছে লাল সবুজের দল।
সবশেষ সাফে ১৪ বছর পর সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গ্রুপপর্বে হারিয়েছে মালদ্বীপ ও ভুটানকে। সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে হেরে গেলেও লড়াই করেছে বাংলাদেশ।
সাফে দুই ম্যাচ জয়ে র্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের। গত এপ্রিল থেকে র্যাংকিংয়ে ১৯২তম অবস্থানে ছিল বাংলাদেশ। সাফে দারুণ খেলায় ২.৯৪ রেটিং বেড়েছে জামাল ভূঁইয়াদের।
দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ছাড়া র্যাংকিংয়ে উন্নতি হয়েছে সাফজয়ী ভারতের। তারা একধাপ এগিয়ে বর্তমানে ৯৯তম স্থানে আছে।
র্যাংকিংয়ে শীর্ষ দশে কোনো রদবদল হয়নি। শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে রানার্সআপ ফ্রান্স। তিনে ব্রাজিল, চারে আছে ইংল্যান্ড। পাঁচে বেলজিয়াম, ছয়ে ক্রোয়েশিয়া, সাতে নেদারল্যান্ডস, আটে ইতালি, নয়ে পর্তুগাল ও দশে আছে স্পেন।