নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সুবর্ণচরে পূর্বশত্রুতারে জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় রনি দাস (২৩) ও সিরাম সাহা (২৮) নামে দুই যুবক আহত হয়েছে।
গতকাল শুক্রবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের স্বপন মার্কেট এলাকায় এমন ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের রেবতি মহাজন বাড়ির নিপুর চন্দ্র দাসের ছেলে রনি ও একই গ্রামের রাখালের বাড়ির রাখাল চন্দ্র সাহার ছেলে সিরাম সাহা। তারা বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা যায়।
স্থানিয়রা জানান, গত ৬-৭ দিন পূর্বে স্বপন মার্কেট সংলগ্ন রনির পরিবার ধানের চারা বোপন করেন। চারা বোপনের কয়েকদিন পর একই গ্রামের মৃত আবুল কালাম (মেম্বার) এর ছেলে মজিবুর রহমান (হুল মিয়া) এর কয়েকটি ছাগল ধানের চারাতে পড়ে। এ নিয়ে দু’পক্ষের তাতক্ষণিক কথা কাটাকাটি হয়। তখন থেকে এ পর্যন্ত কোনো মিমাংশা ছাড়াই এভাবে পড়ে থাকে। শুক্রবার সাড়ে ৫ টার দিকে স্বপন মার্কেটের পূর্ব মাথায় পূর্বের কথা কাটাকাটি কে কেন্দ্র এ ঘটনা ঘটিয়েছে।
রনির বাবা নিপুর চন্দ্র দাস জানান, আমার ছেলে রনি দাস ও তার বন্ধু সিরাম সাহা সহ স্বপন মার্কেট একটি দোকানে চা খায়ে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে তারা মারধর করে।
অভিযুক্ত মজিবুর রহমান (হুল মিয়া) জানান, গত এক সপ্তাহ পূর্বে আমার অবর্তমানে আমার কয়েকটি ছাগল তার ধান ক্ষেতে পড়ে। সে ছাগল গুলো আমাকে না জানিয়ে কোথায় বেঁধে রাখে। তখন এ ছাগল গুলো না পাওয়ায় তাকে জিজ্ঞেস করি। এ জিজ্ঞেস করাতে সে ক্ষিপ্ত হয়ে আমার দোকানে আমার উপর হামলা করে।
তিনি আরো বলেন, যদি আমার ছাগল তার কোনো ধানের চারা নষ্ট করে থাকে তাহলে আমি তার ধানের চারার ক্ষতিপূরণ দিতাম। সে আমার সাথে এমন জঘন্যতম কাজ করা মোটেও ঠিক হয়নি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।