সুবর্ণচরে মিধিলি’র তান্ডবে ১০৮৭৪ হেক্টর জমির ফসল আক্রান্ত, স্কুলঘর সহ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

0
407

কামাল চৌধুরীঃ প্রবল ঘুর্ণিঝড় মিধিলির আঘাতে নোয়াখালীর সুবর্ণচরে সর্বশেষ তথ্যমতে, ১০হাজার ৮শ ৭৪হেক্টর জমির ফসল আক্রান্ত, ১২০টি ঘরবাড়ি ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ঘর বিধ্বস্ত এবং পল্লী বিদ্যুতের অনেক পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সু্বর্ণচর উপজেলা প্রসাশন । বারি বর্ষণ ও তুফানে পানিতে তলিয়ে গেছে উপজেলার ৮ টি ইউনিয়নের সব ধরনের ফসল ও শাক-সবজি।

সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদ জানান, সুবর্ণচরে ঘুর্ণিঝড়ে রোপা আমন, সবজি, সরিসা ও খেসারি আক্রান্ত হয়েছে। এ বছর মাঠে দন্ডায়মান মোট ৩৯৭৩৫ হেক্টর ফসলি জমির মধ্যে ১০৮৭৪ হেক্টর জমির ফসল দুর্যোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে রোপা আমন মাঠে দন্ডায়মান ৩০৯৬৮ হেক্টর ফসলি জমির মধ্যে দুর্যোগে আক্রান্ত হয়েছে ৫৭২৫ হেক্টর, সবজি মাঠে দন্ডায়মান ৩৬১৭ হেক্টর ফসলি জমির মধ্যে আক্রান্ত হয়েছে ৯৭৯ হেক্টর, সরিষা ২৫০ হেক্টরের মধ্যে ২৫০ হেক্টরই আক্রান্ত হয়েছে, আর খেসারি ৪৯০০ হেক্টরের মধ্যে আক্রান্ত হয়েছে ৩৯২০ হেক্টর।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার বলেন, ঘুর্ণিঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে ১২০ টি ঘরবাড়ি ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও চরবাটা খাসের হাট সহ বিভিন্ন স্থানে বিদ্যুতের পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য গাছ পড়ার খবর পাওয়া গেছে।

ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সম্ভাব্য সরকারি সহায়তা প্রদান করার বিষয়ে আশস্ত করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার ।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here