চাঁপাইনবাবগঞ্জে চর বাগডাঙ্গা ইউনিয়ন থেকে ১০ কেজি হেরোইন জব্দ করেছে র্যাব-৫। এই ঘটনায় বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। বিপুল পরিমাণ এই হেরোইনগুলো ভারত থেকে পাচার হয়ে দেশে আসে। জব্দকৃত হেরোইনের বর্তমান বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।
এ ঘটনায় আটকরা হলো- শরিফুল ইসলাম ধুলু মিয়া ও তার ছেলে মোমিনুল ইসলাম। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে দাবি করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী র্যাব-৫ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন সিও লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য জানান।
তিনি বলেন, ভোরে হেরোইনের বড় একটি চালান রুস্তম আলী নামের এক ব্যক্তির মাধ্যমে ধুলু মিয়ার কাছে এসে পৌঁছায়। এমন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ধুলু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ধুলু মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তার ছেলে মমিনুলকে হেরোইনের চালান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, বাড়ির পেছনের বাঁশ বাগানের মাটির গর্তে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রামের ভেতরে ১০ কেজি হেরোইন রাখা আছে।
পরে র্যাব হেরোইন জব্দ করে এবং মমিনুলের তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের নদীর পাড় থেকে ধুলু মিয়াকে আটক কিরে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
রিয়াজ শাহরিয়ার আরও বলেন, ২০২৩ সালে মোট ৮৩ কেজি হেরোইন জব্দ করা হয়েছে। তার মধ্যে এই চালানই সবচেয়ে বড় মাদক চালান।