সুবর্ণচরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১

0
667

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালী সুবর্ণচরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. বেলাল উদ্দিন (৩০) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত মো. বেলাল, সে উপজেলার চরক্লার্ক ইউনিয়ের দক্ষিণ চরক্লার্ক গ্রামের মফিজুল সর্দ্দার বাড়ির মো. মফিজুল হকের ছেলে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে ওই শিশু বাড়ি যাওয়ার পথে এমন ঘটনা ঘটে।

শিশুর মা জানান, আমার মেয়ে স্থানিয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীতে পড়ে। আজ শনিবার বেলা ১২ টার দিকে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি আসার পথে বেলাল আমার মেয়েকে আচার কিনে দেয়। এবং আমার মেয়ের সাথে আরো দুইজন মেয়ে একসাথে বাড়িতে আসার পথে বেলাল একটি প্রজেক্টের পাশে দাড় করিয়ে সাথে থাকা দুই শিশুকে বাড়িতে পাঠিয়ে দেয়।

পরে সে আমার মেয়েকে একা নিয়ে একটি প্রজেক্টের পাড়ে ধর্ষণ করে। এমন অনৈতিক ও জঘন্যতম কাজ করায় মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি তাকে ফাঁসি দেওয়ার জন্য।

এবিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, অভিযুক্ত আসামি বেলালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here