আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল

0
134

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। গতকাল স্থানীয় সময় সকাল ১১টার দিকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

রোববার সরকারি মুখপাত্র বিলাল কারিমির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। তিনি বলেন, মৃত্যের সংখ্যা আরও বাড়ছে।

প্রথমবার ভূমিকম্পের পর আরও তিনবার আফটার শখ অনুভূত হয়। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর হেরাত থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

গতকাল পর্যন্ত মৃত্যের সংখ্যা ১২০ জনে ছিল। কিন্তু রাতের মধ্যেই তা হাজার অতিক্রম করেছে। উদ্ধারকর্মীরা রাতভর ধ্বংসস্তূপের ভেতর কেউ বেঁচে আছে কী না, তা যাচাই করে তাদের উদ্ধারের চেষ্টা চালান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, হেরাত প্রদেশের ১২টি গ্রামে ৬০০ বাড়ি পুরোপুরি ধ্বংস অথবা আংশিক ক্ষতির শিকার হয়েছে। এতে প্রায় ৪ হাজার ২০০ মানুষ প্রভাবিত হয়েছেন।

শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশংকা প্রকাশ করে, উদ্ধার কার্যক্রম পূর্ণোদ্যমে শুরুর পর হতাহতের সংখ্যা আরও বাড়বে।

বর্তমানে আফগানিস্তানে মানবিক সংকট চলছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে চরম অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়। যা এখনও অব্যাহত।

ইরানের সীমান্তবর্তী শহর হেরাতে ১৯ লাখ মানুষ বসবাস করে। এ অঞ্চলটি আগে থেকেই খরার কবলে পড়ে। এখন আবার ভূমিকম্পের আঘাত।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here